তুই কি ! সেই নীল প্রজাপতি ?
হঠাৎ তোর ঘরে আজ,
'টিপ' নিয়ে কেন এতো কথা ?
সুশীল চেতনার অন্তরীক্ষে,
লাগাইছে কে রে এই খটকা টা ?
চিরকাল জানি,
পাথর হৃদয় তে নয়,
শোকের আবছায়াতে তো নয় !
বেদনা ভরা অজ্ঞাতেও নয়,
ধর্ম জাত জাতী কোন বিশ্বাসেও তো নয় !
অনিন্দ্য সুন্দর,
মায়াবী ঢংঙ্গে রমণীর কপালেতে আঁকা,
ঐ ফোঁটা রঙ্গ মাখা শোভা 'টিপ'
প্রকৃতির অজ্ঞাত ইঙ্গিত খেয়ালে,
নারী হৃদয়ে অনাদি অন্তর জুড়ে,
সুখে দুঃখে আসর উৎসব পার্বণে আছে মিশে
সৌন্দর্য্য রূপ সত্ত্বা বিশ্বাসে,
জ্বল জ্বল করে আজও জ্বলে হাসে,
এই শোভা লাল'টিপ' !
তাই তুই ! এই বৈশাখে,
বাঙ্গালী হৃদয়ের কাল বৈশেখীর ঝড়
মাটি খাটি রূপ শোভাতে থাকিস রে তুই,
এই রঙ্গিন রাঙ্গা টিপের নিন্দিত মোটিভ,
নারীর অন্তরীক্ষে সূর্য প্রতিম পরম আদরে,
নারীর কপাল জমিনে অপরূপ অপার নন্দিত রূপে,
নূপুর নিক্কণ কাঁকনের রাগ রাগিণীতে,
অনাদি অনন্য অনন্ত সুদীপ্ত যুগ যুগান্তর ।