যে শিশুটি এলো


            নিয়ামুল কাদিম লোটাস


এই মাত্র ,
যে শিশুটি কান্না কণ্ঠে নিয়ে -
আসন গাড়লো অশরীরী ধরিত্রীর বুকে ,
আমরা আমাদের সুস্থ চিত্তের
             ভালোবাসা দিয়ে ,
বলতে পারবো না -
শিশু তুমি চির মুক্ত শ্রমের কঠিন
                        অভিশাপ থেকে ।
আরো মুক্ত ,
ক্ষুধা ও অসংখ্য প্রতিবন্ধকতা থেকে।
তুমি লালসা-ক্লিষ্ট পৃথিবীর হাতিয়ার নও।
কোন হিংস্র প্রভুপিতার -
                      কেনা ক্রীতদাস নও ।
তুমি শান্তির চঞ্চল পায়রা ,
আগামী প্রজন্মের ধ্রুবতারা।
তোমার চোখের নির্বোধ স্বপ্ন ,
যেমনি গড়তে চাইবে -
সেই অধিকারের ভাণ্ডার ,
তুলে দিলাম আজ থেকে
                   তোমার আবির্ভাবে।
এই মাত্র
যে শিশুটি চোখের পাতা মেলে
মায়ের অসাধারণ দৃষ্টি দেখতে পেলো,
আমরা উপস্থিত সবাই ,
বলতে পারবো না, শপথের মিছিলে -
"এই শিশুর চোখে ভরিয়ে দেবো ,
                          প্রত্যয়ের আলো । "