আকাশের ঐ অর্ধাকৃতির চাঁদটাকে
আমি খাবলে খাবো ।
খাবলে খাবো আকাশ বাতাস মাটির জমিন ।
আমি খাবলে খাবো,
সত্য মিথ্যে নষ্ট যুগের যা কিছু সব
কালের ছায়া,মস্ত রঙিন ।
খাবলে খাবো-পাহাড় চুড়া জলের ধারা
সবুজ নীলের অন্ত ঝরা কবির গীতি ।
সৃষ্টি পটের নিশি ভোরের নৃত্য কালীন ।
আমি খাবলে খাবো,
আকাশ ভরা আলোর ধারা মেঘের রাশি,
বন্য জলের প্রাণের কান্না হাসি মলিন ।
মুক্ত স্বাধীন ক্ষুধায় কাতর পাথর পথিক,
যা কিছু সব জীবন যাপন ক্লান্তিহীন ।
আমি খাবলে খাবো,
অসৎ নেতার দুষ্ট ভরা মস্ত দোষের অংশ,
সবুজ ঘাসে লুটিয়ে পড়া
সোনা রোদে ভুবন চরে ধূসর বিষের বংশ ।
আমি খাবলে খাব,
জানা অজানা ভবে পাগল চিন্তা কাতর,
চোখের পাতায় মুক্ত মনের চিত্ত স্বপন,
সুখশয্যা ফুলেল সুধা গন্ধ মাখা আদর ।
আমি খাবলে খাবো,
কীর্তিময়ী চিত্তঘোরের অক্ষ দুয়ার
এলোকেশী তম্বীর,
অশ্রু জালা দহন ধারার পুরান বিচার ।