মানুষ আসে মানুষ চলে যায়,
সত্যরা নীরবে মিছে লুকায় ।
আসা যাওয়ার এই ছোট্ট ছুটির,
মধুময় স্বপ্নীল ক্ষণিক খেলায়
কোন সে চিত্র রেখায় !
নিজেকে স্বপ্নতে সাজায় ?
কার সে ভরসায় !
ভাঙ্গা গড়া জীবনের হিসেব মিলায় ?
আশা ভরসা এ রঙ্গিন দুনিয়ায়,
যা কিছু আগামীর কাছে,
এ জমিনে রেখে যায় !
ক্ষণিক খুনের এ হোলী খেলায়,
শূন্য হাতে একা একদিন নিরুপায়,
খুঁজে পায় তার ই ইশারায়,
ছোট্ট এক আধার ঘরের ঘোর ঠিকানা ।
আসা যাওয়া এই বৈতরণী মাটির আঙিনায়,
মৃত্যু পরবর্তী এ খেলার মেলায়,
লুটে পুটে যে যার টুকু বুঝে নিয়ে,
চির সুখে সুখী হতে চায় !
পূর্ণ জীবনের সুখ দুঃখ কান্না শোকের ছায়ায়,
হায় ! রে হায় ! খায় আর অন্তর পোড়ায় ।
কলঙ্কের কালিমাময় এটুকু জামানায়,
হতাশার জীবন তল্লাট পটে,
ক্রমশ ধীরে ধীরে যা কিছু একে যায়,
হয়তো দিনে দিনে তারাও একদিন,
নিরুদ্দেশ এ পথের মাত্রায়,হবে অসহায় ।
অজানা এই পরিক্রমায়,
হাতে হাত পেতে হায় !
জাগতিক এ মহা দুনিয়ায়,
পাপ পুণ্যের সাক্ষী রেখে, শূন্য হাতে
সব রেখে নিরুপায় ! শান্তির ঘুম চির শয্যায়,
মিশে যাবে কাদামাটির, এ মাটির মহিমায় ।