তুমি ই প্রথম শেখালে-
সব সুন্দরের মাঝে অসীম থাকে ।
আমি সব ভীরুতা ভুলে ,
একান্ত নিষ্ঠার সাথে ,
বুঝিয়েছি বিবেকের বেদনা ।
কিন্তু সব যদি মিথ্যে হয়ে যায় ,
তবে সৃষ্টির এ ধরায়-
তোমার চোখ দুটিও মিথ্যে ।
মিথ্যে অপেক্ষারত প্রহর ।
আমিও মিথ্যে ,
তুমি ও তোমার প্রেম মিথ্যে ।
মিথ্যে,এই কষ্টের বেঁচে থকা ,
এবং আমার জন্ম ও অস্তিত্ব ।
আরও মিথ্যে ,
সৃষ্টির শ্রেষ্ঠ সুন্দর ,
স্মৃতির সব আঁকা চিত্রকথা ও
হৃদয়ের ঘরের ভেতর ।
তাই , এই দৃষ্টি এখন রক্তাক্ত ।
শুধু প্রাণটুকু তার
নিভে যাবার একান্ত প্রতীক্ষায় ।