সুখ ছিল মোর ছোট্ট ঘরে,
রাতে দিনে সকাল ভোরে,
একটি করে দিন পেরুলে,
থরে থরে খায় যে গিলে,
সরল প্রেমের স্বপ্ন গুলো ।
নীল বিষাদের বৈরীছায়া,
ঠোটের মাঝে তৃষ্ণা খোঁজে ।
ছোট্ট ভুলে নয় তো সাজে,
যায় চলে যায় দুরে প্রিয়ে,
মিথ্যে ঘোরে অলীক মোহে ।
চোখের জলে হিসেব কষে,
অভিমানে আমায় দোষে ।
দেড়টি যুগের অপার মায়া,
চিরতরে যায় ফেলে যায়,
গোলক ধাঁধার মৃগ তৃষায় ।
কষ্ট গুলো আমায় দিয়ে,
সাজছে সুখে কাহার সখে ?
পেছন ফিরে চোখের বাঁকে,
ভুলটি করে আমায় ডাকে,
চোখের জলে নিজেই ভাসে ।