মহাজাগতিক অতীত কালে
সুদূর প্রাচীন সভ্যতার প্রাচীনে,
কি, নিদারুণ জীবন ছিল
এ ধরায় বোধ হয় ! তাহাদের ।
সেই হাত ধরে আজও আছে তারা,
আধুনিক সমাজ সংসার সভ্যতার
যোজন যোজনালয়ে ।
মুখোশ সভ্যতার ছায়াতল আড়ালে,
ক্রীতদাস বেশে দেহ প্রাণটালয়ে
বুকফাটা কান্না ঝরা,
করুন কাহিনী মুখশোভা হাসি নিয়ে ।
কোন তো অভিযোগ নেই !
খানিক মায়ামুখো ভালোবাসাবাসি,
আজও তো আছে তারা বেঁচে-
এ ধরার বুকতটে সুখে দুঃখে মিশে ।
কতবার পড়ে যে মনে,
কত কাজ মনোলোভা আড়াল বালুচরে ।
হারায়ে তো খুঁজে পায় না,
ক্ষুধাতুর একথালা শূন্য পেটে
পথে ঘাটে ফুটপাত,মসজিদ মন্দিরে ।