হে নারী !
কখন যে কি বলো,
কি তে ভালো,
কি সে কালো !
না কিছু বুঝো,
তা কি তুমি নিজে জানো ?
তুমি যদি নিজেকে এতই চেনো,
তবে কেনও বোকার মত,
না ভেবে যা ইচ্ছে তাই
আবোল তাবোল বলো ?
আবার রাতকে বলো আধার কালো ।
যদি তাকে ঠিক,ঠিকই চেনো,
কখনো কি,নিজেকে বলে দেখেছো-
তুমি কি নিজে ভালো ? কতটুকু ভালো ?
যা কিছু করো,
অপরের কথা না ভেবে
নিজেই নিজের মত,ইচ্ছে ঘুড়িকে,
উড়িয়ে দিয়ে বলো-
'আমি ই এ জগতের আলো,
আমার চেয়ে আর কেউ নয় ভালো,
এ জগত সংসার আসরে-
আমি ই চাঁদের আলো।'
কে কি দিলো,কে দিলো না,
আবার কাউকে না দিয়ে বলো-
'দিয়েছি তো তাকে ! কেন আবার দেবো ?
চলো চলো,এসবে আর নয়,
লাগছে না ভালো,
যা কিছু ঘটছে.সব ই তো এলোমেলো।'