আমি যখন-
প্রচণ্ড নিদ্রা ঘোরে আচ্ছন্ন,
ঠিক তখন,
মানব চরিত্রের একটি কালো ছায়া,
আমার অন্তর আত্মার কাছে ,
জানান দিয়ে গেল -
শোকাহত জীবনে মিছে কেন
শঙ্কিত ছায়া ফেলো?
অনুরূপ ভাবে পুনরায়।
চমকে গেলাম হঠাৎ কণ্ঠ শুনে!
হূ হূ করে ধরলো দেহ বুক কাঁপনে।
চেয়ে দেখি,
অজস্র রক্ত কণিকায় আঁকা চিত্র।
আমার চারপাশ ঘিরে ছড়িয়ে ছিটিয়ে।
স্তব্ধহয়ে নীরব থাকি ভীষণ ভয়ে।
ভয়ঙ্কর অদ্ভুত মনে হলো,
রক্ত কণিকায় আঁকা চিত্র গুলো।
তবে কি আমি ভীরু পলাতকা?
প্রচণ্ড শব্দ চিৎকারে বলে উঠি-
'এতো তরতাজা খুনরাঙ্গা রক্ত চিত্র
কেমন করে এলো এখানে?
অমন করে কি বা চায় আমার পানে?’
জীবন দিয়ে যুদ্ধ করেছি,
রক্তমাখা স্বাধীনতার
লাল সবুজের পতাকা এনেছি,
বিনিময়ে কি পেয়েছি?
স্বাধীনতা,
তুমি প্রতারক,প্রবঞ্চক,লোভী ,খুনি,
মীরজাফরের ছদ্মবেশে
পবিত্র স্বদেশ ভূমির মানচিত্র রক্ত-মিছিলে,
এঁকেছ প্রলয়ঙ্করী ভয়ঙ্কর সব চিত্র।
ফিরিয়ে দাও,আমাদের হিসেবের পাওনা।
শহীদী আত্মার এই ঘোষণা।
তুমি বলেছিলে বাঙলার শত্রু মুক্ত এ বলাকায়
সময়ের ধারাপাতে সাজিয়ে দেবে
একে একে আছে যত মানুষের অধিকার।