নিষ্ঠুর সময়
          
          নিয়ামুল কাদিম লোটাস


কতগুলো সময়,
হঠাৎ এসে -
,কামড় মারে হৃদয় পিঞ্জরে ।
বিষের ভারে ,
হেরে যেতে বসে জীবন।
                     ভাঙ্গে মন।
কখনো সরে দাড়ায় আপন।
কষ্ট হয় ভীষণ,
পাহাড়ের বুকে
          আগ্নেয়গিরির লাভার মতন।
হাঁসতে পারি না ,
খেলতে পারি না ,
ঘুমের ঘোরে -
         কোন সুখস্বপ্ন দেখতে পাই না।
শুধু চমকে উঠি ,
বিকট শব্দে -
অট্টালিকা কাঁপিয়ে বলে উঠি -
"সময় ,নামাও তোমার তরবারি ।"
নিওনা এ প্রাণ কাড়ি।
এই শেষ মিনতি করি।
কোন পথে চলেছি ,তাও ঠিক জানি না।
দরপনে তাকালে,নিজেকেও চিনি না।
ভালো মন্দ তাও বুঝি না।
অথচ বেঁচে আছি -
সভ্যতা ও যুগের পাশাপাশি।
থাকি প্রিয়ার কাছাকাছি।
কখনো খেলি কানামাছি।
আবার হঠাৎ ,
                   লুকিয়ে চোখ মুছি ।
স্মৃতির যাতনায়
একান্ত নিরালায়।
সময় টা ভীষণ নিষ্ঠুর।
জীবন প্রাণে,                        
             নাশকতার চাবুক মেরে ,
বীভৎস চিৎকারে খেদিয়ে বলে -
                        "চলে যা দুর দুর।"