আজ এই কুয়াশা ঘন ঘুম রাতে,
খুব করে মনে পড়ে গেলো তোমাকে ।
তখন ও সূর্য ওঠেনি,
পাখির ডাকে ভোর হয় নি,
স্বপ্নময় ঘুম ভাঙ্গে নি,
ঘুম চোখ পাপড়ি মেলেনি ।
অথচ এই আমি,
তাবৎ নিখিল দুনিয়াতে,
ভীষণ কষ্ট ও বেদনা
সাথে লয়ে,ভুল করে দাঁড় করিয়েছি
তোমার নয়ন সম্মুখে,এই নিজেকে ।
একদমই অপ্রস্তুত ছিলাম,
তোমার উর্বশী আগমনে ।
ভালোবাসার অরুণ কারাগারে,
কাঙ্গাল করে রেখেছি নিজেকে ।
আমার অমর প্রেম তোমাকে দেব বলে,
অব্যক্ত মনের নিঝুম ঘুম মায়াতে,
তারারসম মূর্তি খানি,রেখেছি লুকায়ে-
'শূন্য দেয়ালের ছায়াতলে।'
বুঝতেও পারিনি,আগামী সময়ের
ছায়া নির্ভর তন্দ্রাহীন রাতে,
কখন যে বাসা বেধে ছিল,
অন্তর জগতের কৃষ্ণসম কুসুম কোনে ।
রাতজাগা এই অসীম আকাশ,
চায় যদি সুধাতে কখনো আমায়,
কেন যেন চোখ রেখে বলি বারে বার,
‘নও তুমি দুরে,তবু মনে হয়,
               আছো তুমি ওগো বহু দুরে।'