অনন্য  প্রভাতে
                 নিয়ামুল কাদিম লোটাস


( অরুণ সারথী সাহিত্যপত্রে
  ১৬ই ডিসেম্বর ১৯৯১ ইং প্রকাশিত )


আমি প্রাণ দিতে চাইনি
কঠিন তপ্ত পৃথিবীর রাজপথে ।
রক্তের শিশির বিন্দু ছিটিয়ে ,
কালো পথকে -
ইতিহাসের কৃত্বি বানাতে চাইনি।
ইচ্ছে করে কখনো ,
সন্ত্রাসী শকুনের ছায়ায় -
নিজেকে একাত্ম করতে চাইনি ।
শুধু ভালোবেসে এই মাটিকে ,
সুখ দিতে চেয়েছি -
"দুখিনী ধরণীকে "।
আমি চাইনি ,
পতাকা হাতে শান্তির কপোতিকে ,
মেঘে ঢাকা কালো আকাশে
মালুম ছেড়ে দিতে ।
চেয়েছি হাসি গানে সৃষ্টিতে ,
ক্লিষ্ট গোধূলিকে ,
অনন্য এক প্রভাতে -
আজকের শিশুর হাতে ,
শুধু একা নিজ হাতে তুলে দিতে ।