এ কান্না কোথায় রাখি ?
হেমন্তের এ প্রান্তে বসে,
কেবলই যে দেখি-
নিসর্গ জুড়ে দুঃখ শোকে সুখ শান্তিহীন
আমাদের এই অবারিত মহাপৃথিবী ।
নেই তো রে নেই,
ছায়ার সাথে হাসি খুশি সুখী
আদ্যিকালের মায়া জরা এই দুনিয়াতে,
আছে যারা একমুঠো ক্ষুধায় পেটে ভাতে ।
আমরা যারা কথার পিঠে কথা রেখে,
আঁকাবাঁকা আলোর পথে
ফাঁদ সাজিয়ে ফায়দা লুটি,
কথায় কথায় করি মারামারি খুনোখুনি,
জাতে জাতে প্যাচ খেলিয়ে
বজ্জাতিতে দেখাই বাহাদুরি !
এই ভেবে কি ! হ্যাঁ রে ভাই !
ভবলোকে অবজ্ঞাতে
উল্টো পথে উত্তাপ ছড়াই ?
যুগ যুগ যুগান্তরে
জন্মেছে যত এ ধরা সীমান্তে,
দূরদর্শী মহাঋষি মনিষী,
উত্তরীল দিবালোকে,
মৈত্রীবেসে সুনীলপ্রাণ ভুবনেতে
দিয়ে গেছে যত দিগ্বিজয়ের
অবারিত শান্তির পদটিকা,
প্রচ্ছন্ন ধ্যান ভাবনায়
আখির উদ্যম খেলায়
আমরা কেউ কি ভাই,বলতে পরি !
এ বিশ্বটাকে,ঠিক ঠিক ই,
প্রাণের চেয়ে অপার মোহে ভালোবাসি ?