বসন্ত বাতাসের এই সাঁঝ মায়াতে,
সিঁদুর মাখা রূপ শোভাতে
আচল ছেড়ে যাও কি গো !
কোন সে প্রেমে !
রূপ পবনে রূপের 'অপরাজিতা’?
যাও শুনে যাও,
মায়ার বীথি স্মৃতির গীতি,
একটু ছুঁয়ে পরশ রীতির পরম প্রীতি,
মোর হৃদয়তে বাচিক ঢঙ্গে
যাও সুধীয়ে খানিক সেধে,
আবেশ ভরা প্রেমের রুদ্র কবিতা ।
ছিলে মোর তুমি,
সেই যে যুগে দীনের প্রেমী,
রূপ যৌবনের শির কাঁপানো
আদি রূপের 'পরীমিতা'।
আজ সেই যে তুমি,
নেই! নেই ! কো পরমই,
তোমায় বিনে সাধিয়ে নিলাম,
সঙ্গী হয়ে দাড়িয়ে থাকা,আমার সনে
ছায়া প্রেমের ঋতু পূর্ণামিতা ।
হাজার রকম গায় সে গীতি,
প্রেম ভুবনের দুঃখ স্মৃতি,
গীত বানিয়ে ব্যথায় বীথি,
প্রেম পবনে জালায় বাতি,
বন্ধু সেধে আমায় পেয়ে-
তাহার সনে এথায় সেথায় যায় যে নিয়ে,
ও' যে,কাঞ্চন দিঘীর অপরাজয়ী,
প্রেমী 'সপ্তবর্ণা পুর্ণান্দী অবণীতা' ।