গেয়ে যায় জীবনের গান,
বিনাশী আলো আধারীর এ ধরায় ।
গুন গুন করে সবুজময় শাখা প্রশাখায়
রোদমাখা শুকনো ঝরা পাতায়,
ধুলি কনা কাদামাখা বালুকা চরায়,
সাগর জল পাহাড়ী নদী প্রপাত ঝর্না ধারায়,
নেয় খুজে নেয়,ধুম্রজাল কুয়াশায় আপনাতে,
অনন্য বিশ্বাসে প্রেমেতে অনন্ত জীবন সাজায় ।


গুন গুন গুঞ্জন ভোমরা মধুবন
মিষ্টি ফল কত কুল রঙ্গে রাঙ্গা যত ফুল,
হুর রমনীর রেশমী বরণ দীঘল চুল,
পাখিকুল অরন্যতে রঙ্গিন বরন বন্য কুল,
রঙ্গে ঠংয়ে দোলে প্রিয়ার ঝুমকা দুল,
হাসি খুশি মোর প্রিয় প্রানের বুলবুল ।
কোথা সে লুকাইয়া উড়িয়া,
বাতাসে ভাসিয়া কানেতে সুধাইয়া কয়,
সৃষ্টির তুলনায় মোরা জগতে অপ্রতুল ।


মন মোর একা বসে নিরালায়,
জলেতে চরনদ্বয় লুকাইয়া দোলাইয়া,
ঐ দুর মহাময়ী মায়াবী আকাশ সীমানায়,
আলো আধাবিতে খুজি,কার প্রেরনায় ?
শুভ্র সাদা ভেসে চলা মেঘের কোনায় কোনায়,
জাগতিক অজানা কত কি  তাহার দুনিয়ায়,
তাকাইয়া হাসিতেছে কি কারনে তারাদের দল ?
বল ওরে তোরা বল,একটু ভাবিয়া বল ?
যা কিছু চলেরে হেলিয়া দুলিয়া ছুটিয়া চলার দল,
কে করে রে,দক্ষিনে জানালায় হাসিয়া আসিয়া,
রাত্রি দিন ভোর সকাল বিকাল এ কাল ও কাল ?
আদরে বিছায়ে দিলরে ছায়ার আঁচল ।