কোন দিন তো আসনি তুমি,
অভিজ্ঞতার ক্ষয় হতে,শিল্প রসে
অবিনাশী হীরন্ময় মহিমায়,
আমার উলঙ্গ রাজ্যপাট প্রাণতটে,
উচ্ছ্বসিত অশ্লীল ধিক্কারে
সৃজনশীলতার পর্বত উপত্যকায়,
কামনার ইচ্ছেতে ভাসিয়ে দিতে ।


আসনি তো তুমি কোন দিন,
অখণ্ড আকাশ কাব্য হতে,
অসহায় সত্তার ধবল ঘনকালো
সহমুখি মেঘের মত করে,
সহস্র চুম্বন ইশারায় শিরোপা হাতে,
বটবৃক্ষ বিস্তৃত শীতল কুটির ছায়ে,
সংগ্রামে মিলন মেলার আড্ডাতে ।


ভাবনাকে গভীর মগ্ন গল্প কথায়,
ঘ্রাণহীন রামধনু রঙ্গে,সাথি করে
রাতারাতি সাজাবে বলে,
প্রতীক্ষায় কাটিয়ে দিয়েছ যে ,
মরমে গরবে মহোৎসবে সময়,
তোমাতে মাতাতে মাতাতে ।


ঐ মুখে
কতদিন যে কাঁদিয়া চোখের জলে
বলেছ,প্রিয়তম তুমি-সব দিবে,
দু'হাত যতদূর হামাগুড়ি দিয়ে,
আপন আয়নাতে নয়ন ও রেখে
কস্তূরী ঘ্রাণ নিতে নিতে,
অপাপ কাব্য নাটিকায় স্কেচ নির্মাণে
দাউ দাউ করে ছড়িয়ে দিতে,
দহন ঝড়ের অসমাপ্ত নির্বাসনে ।