কি অদ্ভুত ক্ষমতা তোমার !
তুমি পূর্ণিমা রাত্রির চাঁদটাকে,
খুব সহজেই-তোমার অসীম ইচ্ছেতে,
গড়ে দিতে পারও,
আমাবস্যার রাত্রির-
অপূর্ব অনুভবের মোহনিয়তায় ।


তুমি ধরণীকে সপিয়া দিতে পারও,
নানা বর্ণে কত না রঙ্গে
বিধাতার শিল্পীত মায়াবী ভূষণ রূপে,
পূর্ণিমা রাতের জোস্নাকে-
অবারিত আপনালোকে আলোর মহিমায় ।


ক্ষণে ক্ষণে কালের জাগরণে,
মুগ্ধ প্রাণে সুরভিত গন্ধ গড়নে,
তৃষিত নর নরীর অবারিত ভুবন আঙ্গিনায়,
ভরে দিতে পারও-
সুশোভিত মধুর উচ্ছ্বসিত মুখরতায় ।


তুমি অবারিত আকাশ সাহারায়,
জাগানিয়া সুর ছন্দ রূপক রাগে
নিত্য রঙ্গে,মেঘও অঙ্গে,বারি ঢঙ্গে ,
অসীম অপার তরঙ্গরসোদ্রোহে,
মাতাতে পারও-পুরব শোভাতটে ,
কল্লোলিত অতুল সরলতায় ।