জীবনের বিশ্বাস হতে
উৎখাত করতে চাই ,
সুন্দর একটি সুমধুর বিখ্যাত নাম ।
যে নাম-
কাগজে কলম হতে হৃদয়ে লিখতাম,
একে একে ছবি নিয়ে খেলা করতাম,
স্বপ্নডোরে প্রাণ ফিরে পেতাম,
সেই প্রেয়সীর পূজনীয় নাম ।
তাতে ভাঙ্গে ভাঙ্গুক
দুমড়ে মুচড়ে মুচড়ুক,
আমার প্রাণের উদ্যত উদ্যম ।
ছিঁড়ে ফেলতে চাই,
এ প্রাণের প্রেমের বদনাম হতে,
ওর বেঁধে দেয়া প্রেমের লাগাম।
তবুও রুদ্ধস্বরে বৃথা কাঁদবো না,
প্রতীক্ষায় থেকে-
রাতের স্বপ্ন ডোরে লিপ্ত হব না ।
শৈশবের স্মৃতি
মুক্ত পাগল তরীতে তুলবো না,
বিধ্বস্ত প্রাণে,বাঁধবো না সেই পাথর,
যা আগুনে পুড়বে না,
ঝড়ে উপড়ে যাবে না,
ক্ষত বিক্ষত পিঞ্জরে গড়বে না-
হতাশ কিংবা বিষণ্ণতার শিকড় !
তাই,চাই !চাই !চাই !
এমন একটা জীবন স্বত্বার পরিসর,
নদী রেখায় থাকে মিশে অসীম অন্তর ।
হোক তাতে !
এ ধরার অধরাতে কুৎসিত দুর্নাম,
যায় যদি যাক ! পৌরষত্বের সন্মান ।
ঘৃণা ভরে
স্নেহ মায়া প্রেম বিধির বিধান হতে
শপথ নিলাম-
'পার্থিব জাগ্রত জাগানিয়া জগতে
মহান মহীয়ান মানুষের চেয়ে
আর কিছু নাই,তবুও যেন গেয়ে যাই
প্রেমেতে সাম্যের জয় গান।'