আবার এসেছি এ বাংলায়,
বছর ঘুরে আকাশে বাতাসে কাঁপাতে
বঙ্গ বাঙ্গালীর মরমী বাঙলার বুক।
নিথর ধুম রোদে মেঘ ভেজা ভেলায়,
প্রলয়ঙ্করী ঝড়ো হাওয়া হুঙ্কারে
ছিনিয়ে নিতে মৃত্যুলোভী স্বপ্নিল সুখ ।
এসেছি যে আবার,
স্বদেশ ভূমির ঈশানে বিষাণে বাজাতে
প্রলয়ের অমানবিক প্রাণের ধ্বনি,
আমি এমনি ! নিজেকে কি চিনি ?
মানি না তো মানবতা,
বুঝি না তো হৃদয় গ্রাহী অন্তর্বাণী,
ভেঙে করি চুরমার,
সুখী দুখী মানুষের সাজানো সংসার ।
হৃদয় পরানে ক্রন্দন ধারায়
পোড়াতে জ্বালাতে আমি যে ভয়ঙ্কর ।
এ বাংলায় আমি কাল বৈশেখির ঝড় ।
আমি বারোটি মাস নানা রূপ বেসে,
ষড়ঋতু ছায়া হয়ে
প্রকৃতির নন্দন ধারায়,
নতুনের গান বুনে,
ঘরে ঘরে সোনালী আলোয়ে,
এ বাঙলায়,
প্রাণের হাসিতে নবান্নের রঙে রাঙি ।