রক্তই প্রাণ ,
রক্তই জীবন
রক্তই তো !
সারা বেলা সাধিয়া বেড়ায়,
মন হৃদয়ের দেহ ও পরাণ ।
পারেনি তো জানিতে,
চরাচরে প্রাণের ভুবন দুনিয়াতে,
কেন গো জীবন ?
কেন গো মরণ ?
কেন গো পশু ও মানুষে
হানাহানি খুনোখুনি করে ,
কেন গো ক্ষুধার শোকে,
ভিক্ষা মাগে ?
লোভ লালসায়,
যে যারে পায়,
কে কে কারে খায় ,
নেশায় থাকে মাতাল ?
লুটেপুটে হায় !
কাকে কে শাসায় !
স্বার্থের সাথে সন্ধিতে মাতায়,
ভোগবিলাসে যায় ভুলে যায়,
সাধ্যতে সে নিজেকে সাজায়,
সাহস ও শক্তির,
গলাবাজিতে কত যে বুঝায় !
প্রাণ নিধনের কায় কারবার ।