সময় যে গেছে চলি
হৃদয়ের দুয়ার খুলি ।
কি করে যে বলি-
কত যে আওড়িয়েছি বুলি !
হাতে নিয়ে ক্যানভাস তুলি ,
অতঃপর সব ভুলি-
অকারণে একা একা পথ চলি ।
ভাবনা শুধু এই ক্ষণ,
সময় ফুরায় কখন ?
কোন কাজে যে নেই মন ,
নেই তো তেমন ,
হৃদয় তে স্পন্দন ।
তবুও বাঁচি যতক্ষণ ,
প্রকৃতির খেলায়-
নিজেকে করি সমর্পণ ।
সময়ের পথ ধরি
কোন এক দিন-
হয়তো তুলবো আলোড়ন ।
যদি হয় কখনো ,
ফুল ঝরা বাতাসে
দু"জনার মিলন ।
ব্যর্থ আশার নীরবতা
ভাঙ্গবে কি তখন ?
তব হোক সেই পণ ,
যে টুকু আছে যৌবন ,
শত সহস্র -শতাব্দীর রাঙ্গা টিপ
কপালেতে পরাবো যখন !
তৃষিত হৃদয় ও মন ,
সময়তে করিব দু'জনায় সমর্পণ ।
তারপর দূরপথে কোন একদিন
সময় কে সাথে নিয়ে ,
তোমাতে আমি
আমি তোমাতে ,
বাসনার কথা শুধাতে শুধাতে ,
কুয়াশার মত করে
ঝরা পাতা ফুল হয়ে ,
সময় কে সাথে নিয়ে
ধরণীর ধুলো কণায় মিলায়ে ,
যে যার মতন
অজানা কোন এক জগত
ছায়া তলে,রুধিব প্রচ্ছদন ।