একদিন দেখলাম,
পত্রিকায় পড়লাম,
চোখ ধাঁধানো-
লাল হরপে রাঙ্গানো সেই শিরোনাম ।
এক শিল্পীর জীবন মরণ সংগ্রাম ।
অন্যদিন টি ভি -র পর্দায় খবরে শুনলাম,
বেদনায় ও কষ্টে -
সমসাথি হয়ে নিজেকে পোড়ালাম ।
দেখলাম,রক্তে রঞ্জিত রক্ত বর্ণচ্ছটায়,
ঘরের মেঝেতে পড়ে থাকা লাশের,
সেই প্রিয় শিল্পীর শেষ পরিণাম ।
সে দিন ই নিজের মনকে বুঝিয়ে
সিদ্ধান্ত নিলাম,
ক্যানভাসে শিল্পীর পোট্রেট একে,
চিরকালের জন্য -
সেই শিল্পীকে সম্মানিত করলাম ।
সেদিন থেকে নিজেকে জানলাম,
মানুষের ভালোবাসার অপর নাম-
নয়!নয়!দুর্নাম,আছে অধিক সম্মান,
নিজেতে নিজে সই,ধন্য হলাম ।
এমনি করে একটি নয়,দু’টি নয়,
আমার কাছে আজও এলো,
একশত পাঁচ পাঁচটি অমূল্য সাদা খাম ।
একটিতে খুঁজে পেলাম,
নিবিড় নির্লিপ্ত ভাষাহীন দু’টি চোখের,
ফটো সন্মিলীত হাতে লেখা-
’ভালোবাসি আজও প্রিয়’
একটি অনবদ্য নীল খাম ।