একান্ত নিজ প্রচেষ্টায় পাওয়া
আমার প্রেমাঙ্গিনীকে বলছি,
বুকের ভেতর ললিত স্বপ্নকে
সাথে নিয়ে,থাকতে চায় যারা সুখে,
বিশ্বাসের দিব্বি কেটে বলছি-
‘বিক্রি করে দেবো তাদের কাছে,
শত বছরের লালিত আমার প্রিয় স্বপ্নকে।'
তুমি যদি স্বপ্ন গুলোকে কিনে নিতে চাও,
সত্যি বলছি,তোমার থেকে নেবো না,
এক কানাকড়িও দাম ।
সেদিক থেকে তুমি হবে,
আমার স্বপ্ন ক্রয়ের প্রথম ক্রেতা ।
আবারও বলছি,
তুমি যদি স্বপ্ন গুলোকে কিনে নিতে,
অপারগতা জানাও,
তবে দুরাকাশের তারাদের দিকে
তাকিয়ে থেকে বলবো-
‘হে ধ্রুব তারা ! তোমার বন্ধুজন,
সপ্তর্ষিদের কাছে,
আমার নির্ঘাত প্রেমের স্বপ্ন গুলোকে
বিক্রি করে দাও।'
এমনি করে, এক এক টি স্বপ্ন
বেচে দিয়ে খুঁজে নেবো,
আমার চিন্তা মুক্ত মনের
অন্যরকম এক বলাকাকে ।