নষ্ট কষ্ট ভ্রষ্ট,
সহোদর মোরা পিঠা পিঠী
তিন তিনটি ভাই বোন ।
এ ভুবন,
গোপন চরাচর শহর প্রান্তরে,
নই তো কারো বিনোদনে কেউ আপন।
যে যার মতন,
পথ প্রান্তরে ঘুরে ফিরে,
বিপন্ন প্রাণের গন্ধ নিয়ে,
বরনে জীবনটাকে করেছি তো
বন্ধু বেশে গ্রহণ।
দুঃখ পাই যখন,
দুয়ারে কেউ একজন,
চির চেনা মোদের এই প্রীতি বন্ধন,
প্রেমের আবরণে সাম্যের গান গেয়ে,
অভিধান বিশ্বাসে করে নিয়ন্ত্রন।
আমরা যে ভাই,
অবিরাম অভ্যাসে প্রতিবাদহীন,
সুখে দুঃখে আদিপুরাতন।
দুঃখ কষ্ট ভ্রষ্ট এইতো জীবন।
সভ্যতার কানমন্ত্রে
জীবনটাকে করেছি যে বরণ।
নাই বা পেলাম টাকা পয়সা
আহামরি বিত্ত সুখ ধন বৈভব,
মায়া মুখোশ আয়োজন আবরণে,
তাহাতে অন্তর হৃদয় করি যে নিবেদন।
পিপাসিত স্বপ্নপুর যৌবন,
ডুবে যাক অনিয়ম তন্ত্রে
সূর্য আছে জনম অবধি যতক্ষণ।