ভারতবর্ষের লীলাভূমিতে হয়েছে আমার জন্ম,
অঙ্গে মিশে আছে কত স্মৃতিগত লতা গুল্ম ।
শৈশব কেটেছে সংগ্রামী বেসে ধরণীর বুকে,
পাইনি কো ন্যায্য অধিকারটুকু আজও চুকে ।
'বঙ্গ' নামে যখন,কচি কিশোরীটি ছিলাম ,
ব্রিটিশের তীক্ষ্ণ অস্ত্রাঘাতে নিরুপায় দেহ সঁপিলাম ।
বিচিত্র ঢঙে নিদারুণ ভাবে,চলিত শুধু নির্যাতন,
আর্তনাদহীন নীরবে কহিতাম 'শীঘ্রই হইবে পতন।'
যতযুগ ধরে আনন্দধামে,করেছে মোর রূপ রস শোষণ,
আক্রোশে ধৈর্যচ্যুতি হয়ে করিনি শত্রু ভক্ষণ ।
এমনি করিয়া ক্রীতদাসী বেসে কাটিল চারশত বছর,
বিপর্যয়ের কথা ভেবে,যোদ্ধা সাজে হইনি অগ্রসর ।
যে দিন পেলাম তব শাসকের কঠিন হস্ত হতে মুক্তি,
অশ্রুতে লুটাইয়া কহি-’ভীষণ ক্লান্ত মা বসুমতী ।'
যৌবনের হৃদ-স্পন্দনে কণ্ঠে,গেঁথেছি যেই জয়ের মালা ,
অকস্মাৎ নৃত্যগীতে মনে কম্পিল-’এলো বুঝি মোরপালা ?’
বিহঙ্গ চিত্তে সগৌরবে অর্ধযুগ না কাটিতে মোর,
সর্বাঙ্গে মন্ত্রবলে অঙ্কিত হলো কালোছায়া ডোর ।
শান্তির অন্বেষায় সুখের কেতন উড়াতে যেই মত্ত ,
ফণা তুলে হিংসা রাগিণী,শুষে নিলো কিছু রক্ত ।
ক্ষত বিক্ষত দেহ,রিক্ত,নিঃস্ব,বড় নিদারুণ অসহায় ,
হৃত গৌরব,নবরূপে পাইবার নাই কি উপায় ?
পারিনি বক্ষপিঞ্জরে ধরিতে যে,শান্তির দেবদূত,
হুকুম শাসিল,দাসত্ব করিবার উর্দি পরা এক যমদূত ।
মহাশোকে বিহঙ্গিনী বেসে পথভ্রষ্টে,ভাসি সর্বনাশে ,
মৃত্যুর কুহঙ্গ ধ্বনি দংশিবার পূর্বে,পণকরি অবশেষে ।
যৌবার অঙ্গ ধুয়ে হলাম যেই ,লক্ষকোটি পুত্রের জননী,
তেজিয়া অগ্নিমন্ত্রে ,প্রকম্পিত করি মাটির ধরণী ।
নব বিহঙ্গে শাসক গোষ্ঠী ক্ষিপ্ত হস্তে ধরিল টুটি চেপে,
বাংলা ভুলে কণ্ঠে ছন্দিত হয় যেন, উর্দি প্রতি পদক্ষেপে ।
প্রতিহিংসার নেশায় মৃত্যু ভুলিয়া ছুটিলাম প্রলয়ের দিকে ,
পুত্ররা রক্তস্রোতে ক্রন্দিয়া কয় 'মা'র কণ্ঠ স্তব্ধিবার তোরা কে ?’
বায়ান্নতে পেলাম যেই ,আপন সত্তার অমৃত মহিমা ,
কল্পচারী ছন্দিয়া কহে ‘ঘুচিছে বুঝি দুঃখের কালিমা ।’
নুতন জীবন পাওয়ার আশায় ছুটিলাম যেই ঊর্ধ্বশ্বাসে ,
প্রলয় সঙ্গীত চরণ ভেদিয়া কহে’হে বঙ্গ মাতা ডাকিছে কি সর্বনাশে ?’
উত্তরে কহি,কুখ্যাত হয়ো নাকো নরপিচাশ ‘ইয়াহিয়া জল্লাদ ,
নিখিলের বুকে ভাগ্যদেবী পাতিয়া রেখেছে মরণ ফাঁদ ।
হলো যেই অভাগীর কথা চরম সত্যি ,
রণক্ষেত্রে শকুনিরা অস্ত্র ফেলিয়া করে চুক্তি ।
সেই থেকে জীবনে সূচিত হলো নুতন এক অধ্যায় ,
মুক্ত স্বাধীন হয়েও তবু নির্বাসিত বসুধায় ।
এত কি রূপ দিয়েছো, হে প্রভু মোর বুকে !
কি চায় ওরা,এই অপয়ার কাছ থেকে ?