ভালবাসায়  লীন হলে যে ভাবে মনে শান্ত শীতল স্রোত বইতে  থাকে
খালি কলশী  পানি  পূর্ণ  হলে যেমন শব্দহীন শক্ত হয়ে দাড়িয়ে থাকে
প্রিয় মানুষের সাথে প্রিয় আলিঙ্গনে কর্ষণে কসরতে  দিশেহারা শরীর
শেষ   সু’খ   গোঙ্গানির  পরে যে পুলকে পরে থাকে
তেমনি এক  “দেশ ভক্তি ‘’ মাদক  পান করে সেদিন দাড়িয়ে ছিল বাংলাদেশ ।।


যারা সেই  ভক্তি মাদক  পান করে আকণ্ঠ ডুবে ছিল ,  অপেক্ষায় ছিল তারা
অসংখ্য স্রোত ছিল,  কিন্তু জানা ছিল কোথায় গিয়ে এক হবে
জানা ছিল কি করতে হবে   -- জানা ছিল কতটা দাম দিলে পরে
পাওয়া যাবে সেই কাঙ্ক্ষিত ফল ।।


জীবনকে  নিঙরে সেই “ দেশ ভক্তি “ মাদক যিনি তৈরি করেছিলেন
যে সুরা তিনি আকণ্ঠ পান করে নিজে এবং অন্যকে মাতাল করেছিলেন
যে সুর তিনি গেয়ে অনুরনে অনুরনে মাতিয়ে ভাসিয়ে দিলেন সবাইকে
পিতার মত যিনি ভালবেসে ছিলেন সবাইকে  বা সবাই  যাকে পিতার  মত মনে করেছিলেন
তিনি বললেন  “আমি শেখ মুজিবুর রাহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি “
৪৮, ৫২ থেকে ৭১ অপেক্ষার যে “কষ” সঞ্চিত করেছিল  জাতি
তার নাম  আমার সোনার বাংলা –আমার বাংলা দেশ ।।