আমার একটা কবিতার বই আছে
একান্ত আমার -- একান্ত নিজস্ব ।
মাঝে মধ্যই  আমি উকি মারি সেখানে ।
কোন শব্দ নেই –
শুধু সাদা আলোর বিম্ব খেলা করে ।।


আমি পড়তে চেষ্টা করি -
খুজে মরি সব শব্দ , সাজাতে চেষ্টা করি ,
মাঝে মাঝে পারি--  আবার পারিনা কিছুই ।।


কখনও কখনও আমার ভাবনার রঙে রঙিন হয়ে ওঠে ।
যদি ভাবি সবুজ – সবুজ হয়ে যায় সবকিছু ,
যদি ভাবি নীল – নীল হয়ে যায় সবকিছু ।
কত যে রঙ ভাবি – আমি তার নামও জানিনা নির্দিষ্ট করে ।।


আমার একটা কবিতার বই আছে
একান্ত আমার-- একান্ত নিজস্ব ।।