নিমজ্জিত প্রাণ খরতাপে রুদ্র আসমান জমিন
রুক্ষ গাত্র হাহাকার সীমাহীন অবসাদে ক্লান্ত ।
নিবারনে তৃষ্ণা চাতকের পাখায় ভর করা
উন্মুখ হৃদয় অপেক্ষায় উড়ে চলে সারাদিন ।।


বসে আলের পাড়ে কাটাতেছে দিন উদভ্রান্ত চাষা
হালের বলদ চিবুতেছে শুঁকনো খড় অলসে
ভাসা চোখে চেয়ে  থাকে আকাশের পানে
দেখিবে সে আলোর ঝলকানি
শুনিবে সে প্রচণ্ড গর্জন
দিকভ্রান্ত হবে সে
ছুটিবে বাঁধন এই তার আশা ।।


উঠে দাড়িয়েছে চাষা এলো চুলে চেয়ে আকাশের পানে
ঝড় ঝড় বলে চিৎকারী ছুটিতেছে সে-  প্রাণ পেয়েছে সে
বুঝে গেছে –এসেছে অমোঘ বৈশাখ , এসেছে নতুন দিন
মিটিবে তৃষ্ণা , রচিবে দিন সে নতুন জয়গানে ।।