ঈশ্বর  যদি -আমি ঈশ্বর ,আমি ঈশ্বর বলে চিতকার করতে থাকে ,
আর পুরুষ যদি বলে -আমি পুরুষ ,আমি পুরুষ তাহলে ,
ঈশ্বররা  ঈশ্বরবাদী আর পুরুষ পুরুষবাদী হয়ে যায় ।
সেই জন্য পুরুষের পুরুষকীর্তন এখন কিছুটা হলেও সাম্রাজ্যবাদি মনভাবের মতন একধরনের অভদ্রতা ,আর একটু বাড়িয়ে বললে -যাকে বলে গালাগাল।
নারীকে আকা হয়েছে বহুবার বহু ভালবাসায় ,
নানা রঙ্গে ,নানা রঙে -
আক্ষেপ ধিক্কারও হয়েছে কিন্তু তাতেও পুরুষের প্রেম মিশ্রিত  ,
দুরে ঠেলেছে হাতে  , অন্তর টেনেছে আরো কাছে ।
নারীরাও নারীদের উপস্থাপন করেছেন আপন সৌরভ মাখিয়ে -
বুঝিয়েছেন তাদের আঙ্গিক উপযোগিতা ,সুস্থাপনতা ,সৌন্দর্যতা ।
আর নিজেকে নারীবাদী ভেবে অহংকারিত,  হ্হয়েছেন গৌরবান্নিত।
ভাবছিলাম একটু পুরুষ বন্দনা করব --
কিছু ভেবে পেলাম না - কিন্তু
ইতিহাস টাস যা - তাতে পুরুষই ইশ্বর - তার আবার কিসের বন্দনা !?
( ক্ষমা করবেন - সুধুই একটু চমকে যাওয়া স্খলিত সময়ের ঝিলিক )