নোনা জলে গাঁ ধুয়ে এই মাত্র
নির্জীব শান্তিময় দুটি দেহ
এলোমেলো  বিছানায় পড়ে আছে নির্লজ্জ ভাবে ।
যেন পৃথিবীর সমস্ত আলো বাতাস গায়ে মাখাবে শেষবার
তারপর আর কোন চাওয়া নেই এই পৃথিবীর পড়ে ।
তারপরও -
আবার ভোর হয় আবার সূর্য উঠে ।
নতুন দিনে পুরাতন কাজ
আবার নতুন করে সুরু হয় ।
আবার রাত হয় ।
আবারও  নোনা জলে ভেসে ভেসে শ্রান্ত হতে চায় মন ।
আবারও ভালবাসা আসে খুনসুটি হয়ে
কানের কাছে মুখের কাছে বুকের কাছে
নোনা জলে আরো  নোনা হয়ে শূন্য শরীর
শূন্য মনে একটি শূন্য মুহূর্ত
পেয়ে যায়  সে অনায়াসে –
ফিরবেনা আর ফিরবেনা কোন দিন
বলে শূন্যে পড়ে থাকে সে ।।
( জীব্নান্দ ভাব)