গতকাল লাল হয়ে গিয়েছিলাম
কিন্তু আমি সবুজ হতে চেয়েছিলাম
আমি নীল আকাশ হতে চেয়েছিলাম
সমস্ত আকাশ ঝড়ের আভাসে কালো হয়ে গিয়েছিল
সোনার রঙ কি কমলা না হলুদ?
সেদিন ভোরের সূর্যটা সোনার রঙে দেখবো ভেবেছিলাম
কেমন যেন অসংখ্য আগুন, আগুন হয়ে জ্বলছিল
এখন কেমন সাদা কবুতরটিকে মনে হয় কাল এক দাড় কাক
মধ্য দুপুরে কোন শিরিশ গাছে শুকনো ডালে বসে   কর্কশ সুরে ডেকে যাচ্ছে অনবরত কা...কা....
কি বিচ্ছিরি?!


নীলকন্ঠ ফুল কখনো কখনো বেগুনি কখনো আকাশী  রঙের হলে কিইবা আসে যায়?