জীবনের সব আলোকিত ছায়াপথগুলো তোমার পায়ে সমর্পণের পর
যে অন্ধকার জীবন বেছে নিয়েছিলাম আমি
আজ থেকে শত-সহস্র বছর আগের কোন এক মাঘীপূর্ণিমার রাতে,
সেচ্ছানির্বাসনের সেইসব আঁধার-কালো দিন-রাতগুলি
আজও আমার কাছে জীবনের শ্রেষ্ঠতম সময় ;
কারন, তোমাকে সুখী দেখতে চাওয়ার অসীম অসম সপ্নের বিনিময়ে পাওয়া
এইসব চিরজাগরুক দিন-রাত্রিগুলিই জিয়নকাঠির ভূমিকায় অবতীর্ন হয়ে
তোমাকে বাঁচিয়ে রাখে আমার মধ্যে অনুক্ষণ, আসমুদ্রহিমাচল ;
তাই বাদুড়ের ডানায় ঝুলে থাকা এইসব অবরুদ্ধ গহীন অন্ধকার
আমার কাছে তুমি ছুঁয়ে থাকা সবুজ জীবনের মতই বড় বেশী প্রিয়,
পৃথিবীতে ও জন্মান্তরে ।