।। ১ ।।
তুমি ভালো নেই জানলে
কষ্টে বুক ভেঙ্গে যায়
শুধুই অনল প্রবাহ বুকের বনানী জুড়ে।


।। ২ ।।
তুমি ভালো থাকলে
ঢাকা শহরে আর কোন দুঃখী মানুষ থাকে না
সুখের এমন প্লাবন ব্যপ্তি চরাচরময়।


।। ৩ ।।
প্রেম - ভালোবাসা বড়ই মায়ার বাঁধন।


।। ৪ ।।
তবু তুমি চলে গেলে
অথচ এখন-
এমন স্নিগ্ধ বাতাস, সব বৃথা।


(কাব্যগ্রন্থ : প্রেম-ভালোবাসা পৃথিবীতে ও জন্মান্তরে, অমর একুশে-২০১৫)