আর কেউ না হোক এই পৃথীবিতে
অন্ততঃ আমি তো বুঝি তোমার কষ্টটুকু ;
অন্ততঃ আমিতো জানি অন্যের দুঃখ-শোকে
কতটা কাতর হও তুমি ;
অন্ততঃ আমিতো জানি যে,
তোমার তুলনা শুধু তুমিই হতে পারো ;
জীবনময় তোমার ছায়া যে কতটা সবুজ
এটা আমিইতো জানি সবচেয়ে ভালোভাবে,
আর এটা তো জানোই তুমি
তবু কেন এতো অবসাদ ঘিরে রাখে
তোমাকে অনুক্ষণ,
প্রতিটি পদক্ষেপে এতো জয়ের চিহ্ন
তবু কেন এমন অপারগতা তোমার ;
নীলাঞ্জনা,
আমার প্রিয় রাত-দিনের স্বপ্ন ও সারথি
প্রিয় নীলাঞ্জনা, প্রিয়তমা নীলঞ্জনা ;
আর কেউ না জানুক অন্ততঃ আমিতো জানি
তোমার নীলটুকু  শুধুই ভালোবাসার  অমৃত সাগর ;
শুধুই ভালোবাসার নীল
এবং আকাশ।।