বৃষ্টি এলো আবার আজকে নেমে
দমকা হাওয়ায় মাধবীলতার প্রেমে
ঝরাপাতা ঝড় সাড়া দেয় তার ডাকে
জলছবি মেঘ ক্যানভাসে ছবি আঁকে ।


সবুজ ক্ষেতেতে নামে স্বস্তির শ্বাস
ইছামতীতে শ্রাবণের উচ্ছ্বাস
সিঁদুরে মেঘেতে গোধূলির কারসাজি
নৌকা ভেড়ায় পদ্মানদীর মাঝী।


শার্সির কাঁচে টিপ টিপ ঝরে ধারা
কান পেতে রয় বৃষ্টি ভিজেছে যারা
কবির কলমে কলি করে আনাগোনা
ভেজা শহরেতে মন তাই আনমনা।


খাল বিল জল রেললাইন কাঁটাতার
কাগজের ভেলা আজো করে পারাপার
একটা বর্ষা আসে একটা যায়
দিন বদলায় বৃষ্টি কি বদলায়?