নেপচুন থেকে প্লুটো
খবর রটেছে দুটো
মহাকাশের দস্যু নাকি পালিয়েছে
ঘুম থেকে উঠে ভোলা
মুখে দিয়ে কাঁচা ছোলা
খবরটা পেল ভিটি টা যেই চালিয়েছে।


হাঁদুটা হিউম্যানয়েড
চাঁদুটা চ্যাংটোব্যাঙ
মিল্কিওয়ের দস্যু দুজনে নামকরা
গ্রহের পর গ্রহ
চাঁদের পর চাঁদ
চুরি করে খালি বেড়ায় ওরা জলভরা।


ও বলাতো হয়নি আগে
অভাবনীয় দুর্যোগে
সব জল ফল শেষ , বেঁচে জলভরা
মিষ্টি জলের সোর্স
গ্যালাকটিক যত ফো্র্স
তাদের কাজই ওই জলভরা রক্ষা করা।


সৌরপুঞ্জ চাপে
রাষ্ট্রপুঞ্জ কাঁপে
গ্যালাক্সি জুড়ে জারি যখন চিরুনি সার্চ
জুপিটারে বসে চাঁদু
আর তার পার্টনার হাঁদু
ভাতের হোটেলে ঢুকে খাচ্ছিল ইলিশ মাছ।


ম্যানেজার যদু বাবু
বাতের ব্যাথায় কাবু
থমকে দাঁড়ান দূর থেকে দেখে দুচার ফুট
লক্ষণ ভাল নয়
বুঝে হাতমুখ ভাতময়
ইলিশ গালেই চাঁদু হাঁদু দিল লম্বা ছুট।