যারা আজকে এখনও নীরব
এখনও নিরপেক্ষ
তোমাদের বিচার হবে।
বিচার করবে ইতিহাস
যখন রক্তে রাঙা তোমার রাজধানী
হয়ে উঠেছিল নাৎসি জার্মানী
তুমি তখন ব্যাস্ত ছিলে...
সত্যি ব্যাস্ত ছিলে?
নাকি তোমার নীরবতায়
লুকিয়ে ছিল তোমার সম্মতি...
লড়েছিল কিছু কুড়ি কি তিরিশ,
শাহীনবাগের মায়েরা,
চোখ রাঙানিতে ভয় পায়নি
কিছু বীর শিখ ভায়েরা।
তুমি কি ভয় পেয়েছিলে?
ভয় তো পেয়েছিল পেহেলু আর তাবরেজ
পেয়েছিল গৌরী লঙ্কেশ
ভূল বললাম... ভয় পেয়েছিলো ওরা
ওরা যারা "দেশপ্রেমিক",
যারা কাশ্মীর চায়; কাশ্মীরের মানুষকে নয়,
তোমার ভোটকে চায়, তোমায় নয়।
সিয়াচেনে জয়ওয়ানরা লড়ছে
দিল্লীতে লড়ছে আমির আজিজ
তুমিও হয়ত লড়ছ জীবনের সাথে ...বেছে নিয়েছ নীরবতা
কিন্তু তোমার নীরবতার সুযোগ নিয়ে দেশটা আজকে গুজরাট হয়ে গেল।