মন করে এক ছুট্টে ঐ ভিজে দেবদারু গাছটার কাছে যাই । মন করে সারাদিন শুধুই তোমায় দেখি , তোমায় নিয়ে কবিতা লিখি । মন করে তোমার দু’চোখে ডুব দিয়ে স্নান করি । মন করে তোমায় চুম্বন করি । মন-এর যে কত্ত বায়না , সে কি বলবো তোমায় । মন করে ওই লাল টুকটুকে গোল সূর্য টাকে তোমার মাথার মুকুট করে দিই । মন করে চল আজ ঝর্ণার জলে সাঁতার কাটি । মন করে তোমায় নিয়ে একটা গল্প লিখি , সেই গল্পটা যেটা ঠাম্মা বলতো...ওই যে এক সুয়োরানী দুয়োরাণী । মনে পড়েছে কি ?


মন করে আজ সারাদিন শুধুই ভাববো , যে ভাবনার কোনো ঠিকানা নেই , নেই কোনো মৃত্যু !

মনের ইচ্ছে আজ সে খুব হাসবে , তা হচ্ছে না আজ একটু কান্না ।


আজ নাচবো , তো কাল গাইবো । আচ্ছা আমাদের মন কি চায় বলুন তো ??
    
আমার প্রশ্ন টা বুঝলেন তো ? এবার চটপট আমার কথার একটু আলোচনা করা যাক , কি আসছেন তো ??


মনের এতো বাড়াবাড়ি কেন ?