আজ কিছু ভালোলাগা তোমাদের সাথে ভাগ করে নিতে চাই ।
আমি এক কবি লিখেছি অনেক কবিতা , ভাবছি আজ তাই ,
কত সহজ এই পৃথিবীর নাট্ট মঞ্চে , পেন আর সাদা পাতাই ,
আমাদের একমাত্র সঙ্গি , সঙ্গি গাছের সবুজ পাতা , ভিছে ছাই ।।


ভাবনা তো মাথাতে প্রচুর আসে , আচ্ছা পাখি হলে কেমন হত ,
আচ্ছা ঝর্ণা হলে , নীল দীঘির পদ্ম হলে , প্রজাপতি হলে কেমন হত ?
ভাবনারা শুধুই ভেবেই চলে , রকেটের মতো , বাঁশ পাতার মতো ,
যেভাবে মা ভাত খেতে দেন , তার মতো করেও ভাবনা আসে যতো ।।


২৮/০৬/২০১৪ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন ,
যেদিন আমি কবিতার আসরে প্রথম যোগ দিই , সেদিন
আমি কাউকেই চিনতাম না , জানতাম না , তবে আজ কয়েক দিনের মধ্যেই
মল্লিকা দি , মৃদুল দা , ইকবাল দা ,অরূপ দা , রিক্তা রিচি কাব্য  , শিমূল দা , অনেককেই


পেয়েছি , আমি নিজেকে বিশ্বাস করতে পারছি আমি পারবো কবিতা লিখতে ,
পারবো একজন “কবিতার কবি” হয়ে উঠতে , “কবিতার আসর”-এর কবি হতে ।।
শুধুই তোমাদের চাই আমার কাছে , যদি কোন ভুল করি শাসন কোরো ,
তাবোলে আমাকে ছেড়ে যেয়ো না , কবি তুমি আমায় গড়ো ।।


দোয়া দেবেন , পাশে রাখবেন......