কালকের কিছু কথা , একটু বলি......


কবিতার মধ্যে বিতর্কতার সৃষ্টি না কবিতা ঠিক কবিতা হয়ে ওঠে না । ইচ্ছার যদি চরিতার্থ চান , তবে ইচ্ছেকে শাসনে রাখুন । অনেক ভাবনা মাথাতে কিলবিল করে , এক পৃথিবী লিখতে বসে , একটা কবিতা হয়ত নামানো যাবে , কিন্তু তাতে কবিতার গুনগত মান ঠিক থাকবে কি ??


১। সৌখিন কবি বলতে আপনি কি বোঝেন ??
২। নিয়মিত কবি বলতে কি বোঝেন ??
৩। "কবিতার পাতাতে আমন্ত্রণ" আপনি কতোটা সহমত
    পোষণ করেন ??
৪। কবিতার আসরে ছদ্মনাম কতোটা গ্রহণযোগ্য বলে
    আপনি মনে করেন ??
৫। "বরষার আয়োজন" আপনার কেমন লাগছে ??


কিছু জিজ্ঞাসা মাথায় ঘুরছিল , সেটাই এবারের আলোচনায় দিয়ে দিলাম......