ইচ্ছে ডানায় ভর দিয়ে মন ,
চল মন চলরে উড়ে
কতো গ্রাম কতো শহরের
সীমারেখা ছাড়িয়ে
আরো দূর আরো দূর বহুদূরে......


যতো ধর্ষকরূপী রাবণের রাজ্য পেরিয়ে
কালো কুৎসিত মুখোশ গুলো মাড়িয়ে
সবুজ শ্যামল নবীনের পাশে দাঁড়িয়ে
হাতে হাত রেখে মাথা উঁচিয়ে
চলো চলো চলো যাই হারিয়ে......


যেখানে রবির কিরণ আজ প্রভাতে
মা আমার পুকুর ঘাটে , বসে একা বাসন মাজে ;
রাখাল ঐ পথের বাঁকে
গরু ছাগল নিয়ে হাঁটে......
ছেলেরা সব পড়তে যে যায় কোমল আলো-আঁধারে ।