সোনা ছেলে সোনা ছেলে
এতদিন কোথায় ছিলে ?
ঘুরে ফিরে সেইতো আবার
ফিরে এলে মায়ের কোলে ।।


সবুজ ঐ মাঠের পারে
নাকি ঐ পুকুর পাড়ে ?
ছেলে তো থাকে রাজ্যপাটে !
কি হবে আর কেঁদে কেটে ?

বউমনির থেকো পাশে
সে তোমায় ভালবাসে ।
খোকা তোমার হচ্ছে বড়ো
সেই দিকেতেও খেয়াল রেখো ।


সোনা ছেলে তামাক সেজে
ধরায় চুরুট আগুন জ্বেলে
হাতে তার মালের বোতল
কাটে রাত , রাতপরীর ঘরে ।।


অনাথ শিশু কাদের বলে
সোনা ছেলে ভালোই জানে
রয় তাই চুপটি করে
এমনি করে বছর ঘোরে


মা এখন বিনাশ্রমে
কাটান সময় বৃদ্ধাশ্রমে ,
রোজ তাই মনের মাঝে
সোনার নাতি গড়তে থাকে ।।


বছর পঁচিশ বাদে
দেখা হল মায়ের সাথে ।
নাতি তোমাকেও পাঠালে বুঝি
মা তখন প্রশ্ন করে দারুণ খুশি !


সোনা ছেলে সোনা ছেলে
এতদিন কোথায় ছিলে ??
ঘুরে ফিরে সেইতো আবার
ফিরে এলে মায়ের কোলে ।।