স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় ?
পরাধীন দেশবাসীর কাছে এটা ছিল এক বিশাল প্রশ্ন...
আজ আমরা সবাই স্বাধীন , তবে সাবধানী হতে পারিনি...
তাই ঘরের বাইরে রাতের অন্ধকারে কেউ ধর্ষিতা হয় , কেউ বা খুন ! কেউ বা মা কে হারায় , কেউ বা বাবাকে !


আমার এসব কথা বলার কারণ কি ?? ভাবছেন তো ?? ভাবুন ভাবুন আরও ভাবুন ভাবার দিন তো অনেক আগেই হয়ে গেছে তাই না......


আপনি একটার পর একটা বিশিষ্ট কবিদের পাতায় যান আর দেখুন সেখানে বিচরণ করছে প্রতিবাদের কোমল ভাষা ! সেখানে সুন্দর ধামাচাপা পড়েছে প্রতিবাদী ভাষার নীচে ! এতে আমি কোন কবি মহাশয়কে অসম্মান করছি না । তবে আমার ৩ টি সুবিশাল প্রশ্ন আছে......


১ । আমরা সবাই যে এতো প্রতিবাদী কবিতা লিখি তা বাস্তবে কতোটা প্রভাব ফেলে ??
২ । আমাদের কবিতার মধ্য দিয়ে কি ফিরে আসবে সেই স্বাধীনতার স্বাদ , ফিরে পাবো কি সাবধানী হবার মন্ত্র ??
৩ । এভাবে আর কতোদিন এভাবে চলবে প্রতিবাদের ভাষা , আর কবেই বা আমরা প্রতিবাদের ভাষা ছেড়ে সুন্দর এর জয়গান গাইব ?


( আমার প্রশ্ন গুলির দ্বারা আমি কোন কবি মহাশয়কে আঘাত করতে চাইনি...শুধু মাত্র প্রশ্ন গুলি সামনে আনলাম । যদি কোন কবি আমার এই প্রশ্ন গুলির দ্বারা আঘাত হন বলবেন , আমি লেখাটি তুলে নেব । ধন্যবাদ । )