দখিণা বাতাস বড়ো উদাস
মিটিমিটি তারার আভাস
পূর্বাকাশে জ্যোৎস্না
চিকিমিকি করে নদী মোহনা ।।


ঐ যে কানপাতো
কলকল ধ্বনিতে মাতো
এখানে বড়ো শান্তি
নদী কেড়ে নেয় ভুলভ্রান্তি ।।


শিমুল গাছের তলায় বসে
দূরের শঙ্খধ্বনি কানে আসে
একটুকরো কালো মেঘের ছায়া
স্তম্ভিত করে উজ্জ্বল ধারা ।।


সুশোভিত পত্রমিতালির বালুচর
সুসজ্জিত প্রার্থনায় মুখর ,
রূপলি চন্দ্রিমা আপ্লুত
দিকে দিকে কাশফুলের গন্ধ ।।


লাস্যময়ী তেজস্বিনী নারীর মতন
নদীর পদ্ম মাথা দোলায়
জোয়ারের জলে গা ভাসায়
যেন এক চিরন্তন প্রেমের দর্শন !!