‘ খোকা , ওরে গেলি কোথায় ?
দেখা দে বাবা আমায় । ’
বন-বাদাড়ের কোলে
খোকা লুকোচুরি খেলে ।


‘ খোকা...খোকা...
এসেছেন তোমার বাবা । ’
মায়ের হাঁক ডাকে
খোকা চুপটি করে বসে ।


শেষে মা যখন কেঁদে ওঠে
খোকা তখন মুচকি হাসি হেসে
মায়ের গলা জড়িয়ে ধরে ,
‘ রাগ করেছ , আমি যে তোমার সোনা ছেলে ।


জননী ,
তুমিই আমার মামনি ।
বাবা আমার জন্য কি এনেছেন ? ’
‘ তোমার সেই প্রিয় খেলনা , ট্রেন । ’


খোকা এখন মায়ের কোলে ,
মা চলেছেন হেলে-দুলে
বাড়ির পথের দিকে
খোকার গালে চুমু করে বারে বারে ।।