স্বনামধন্য খ্যাতি সম্পন্ন দরাজ মানুষ
ছোট্টো কলমের বিন্দু কালিতেই বেহুশ !
লক্ষ টাকা তো কিছুই নয় , খবুই তুচ্ছ
রক্তের শিরায় শিরায় ফুঁসছে প্রেম গুচ্ছ !


ঐ জাতটার মান আছে , আছে মননশীলতা
ঘরে-বাইরে বড্ড চলেছে জাতের নামে জড়তা
জাতের নামে গিলছে ওরা সোনার অগ্নিবলয়
দাপিয়ে বেড়ায় শহর তলির রাজ-কার্যালয় !


জাতের নামে বজ্জাতি সহ্য আর হয় না যে
পিন পেরেক ফুটে হাতে রক্ত ঝরছে কাজে
তবুও ওদের লালসা ভরা চোখ গন্ধ খোঁজে
জাতের নামে মাল-কড়ি জমছে পকেটের ভাঁজে !


মানবিকরন হিতকর জাতীয় সংবিধান অকপটে
মান মর্যাদা নির্বিচারে সংখ্যালঘু জাতের সঙ্গে
তথ্য নির্মাণের টোপকে ব্যবহার করে জাতের নামে
সুপরিকল্পিত ও ন্যায় তথ্যাবলির মৃত্যু চলছে গ্রামে !