তোর সাথে আড়ি , তোকে নিয়ে যত আশা – ভরসা,
ইচ্ছা-আকাঙ্খা সব মরু ঝড়ের আগেই শেষ।
কী হল তোর, কেন উড়ে গেলি?
আমি তো তোকে যত্নেই রেখেছিলাম।
তোকে দু’বেলা স্নান করাতাম, পেট ভরে ছোলা দিতাম,
মাঝে মাঝেই পাউরুটি পেয়ারাও দিতাম।
তবে কেন আমার হাতে ক্ষত করে উড়ে গেলি!
গেলিতো ভালো কথা, তবে আবার ফিরে এলি যে!
কি চাই তোর? একটু শান্তি চেয়েছিলি না,
তবে যা, চলে যা – আমাকে আর কাঁদাস না। কী রে যা!