রন্ধ্রে রন্ধ্রে মমত্বের উচ্চারণ
অথচ সামাজিকতার মস্তক হরণ
ব্যস্ত চাকার মূলস্রোতে লাঞ্ছিত
অসুন্দরই কাড়ে মান-সম্ভ্রম ইজ্জত !


কবিতার ভাষা বড্ড নিষ্ঠুর
মলায়িন সুস্থ স্মৃতি মেদুর
রূপকাশ্রিত কাব্যিকতার আড়ালে
গোবরেও পদ্ম ফুল ফুটে ওঠে !


আমার কথাটি ফুরাল , নটে গাছটি.....
আতা গাছে তোতা পাখি , ডালিম গাছে.....
তোমায় আমি ভালবাসি , আই লভ্‌.....
যত মত তত.....


( বর্ণময় আমার প্রিয় কবি বান্ধবেরা , অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি......
মূল্যায়ন সিরিজের কবিতা এই খানেই শেষ করলাম । জানি আমি আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি , অনেক মন্তব্যও আমাকে লিখতে শিখিয়েছে , আমি আপনাদের কাছে কৃতজ্ঞ ।  তবে আমার মনে হয় মূল্যায়নের পরিধি বা ব্যাপ্তি এইটুকুই । )