হাতের তালু ঘেমে যায় , ভিজে যায় বিন্দু বিন্দু নোনা জলে
গরীবের ছেঁড়া আস্তিন , তোমরা যাঁরা বড়ো লোভী দুচোখে ।


লাটাই নিয়ে ওড়াও ঘুড়ি সময় দিয়ে মাতো সবাই আনন্দে
পায়ের তলার মাটিই পারে নতুন অক্সিজেন দিয়ে বাঁচাতে !


গুম্ফ ছাঁটে হুক্কা-হুয়া , শিয়াল সাজে বনের রাজা সিংহ মামা !
ললিত দের পুকুর ঘাটে নীল তিমিতে লম্বা লাফে দিচ্ছে হামা ।


ব্রিগেডের সমাবেশে চাঁদের হাট , তবুও দেখ সব নেতা-মন্ত্রীই কুপোকাত !
ভাষণের নিয়মাবলী প্রমাণ করো স্বাধীনদেশের রত্নাবলীই ধর্ষকের-জাত ।