রাজরানী রত্নাবলীর পঞ্চঅধ্যায় আজ থাক অসমাপ্ত ,
আজ বরং একটু ঘুরে আসি ভাণ্ডারী কুঠুরির চর...
যেখানে শাকাশি প্রাণীদের ভিড় গিলে খাচ্ছে
পচা-গলা নরমাংস !


আজ আর অসহ্য লাঞ্ছনায় ভীতু বিবেক ফিরে
পায় না চৈতন্য ; সাহস পায়না বলতে--
তোরা মদ্যপ !


আজ অন্য একটা গল্প বলি , শরৎ'এর হিমেল
হাওয়াতে মুক্ত এক গঙ্গাফড়িং ভুল করে ঢুকে পড়েছিল
সুবিশাল রহস্য মায়ায় ঘেরা মানব কিচেনে ।


সুমিষ্ট সুবাস তাকে বিদ্ধ করেছিল , তাকে বাধ্য করেছিল
ঝাঁ-চকচকে কিচেনে আসতে ।


কিন্তু এক বিশাল "কিন্তু" দাগ কেটেছে মনে-
গঙ্গাফড়িং কিভাবে এলো ডাইনিং টেবিলে ,
খাওয়ার প্লেটে !


তবে কি রক্ত মাংসের হৃদয়ও পারে সবুজ নিষ্পাপ
গঙ্গাফড়িংকে টগবগে তেলের কড়াতে ভাঁজতে !!


                   ০০০---০০০---০০০


আজ অনেক দিন পর আবার একটি না-কবিতা পোস্ট করলাম , দেখুন তো ভালো লাগছে কিনা ?
সব্বাই কে মহাসপ্তমীর শুভেচ্ছা । ভালোবাসা নেবেন । ভালো থাকবেন ।